মর্মান্তিক ও নৃশংস ঘটনার সাক্ষী হল দেশ, টাকা চাওয়ায় ফিলিং স্টেশনের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হ'ত্যা'!
উল্লেখ্য রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে, মাত্র কয়েক হাজার টাকার তেলের বিল এড়াতে রিপন সাহা নামের এক ফিলিং স্টেশন কর্মীকে পি'ষে দিয়ে চলে গেল একটি বিলাসবহুল জিপ গাড়ি। শুক্রবার ভোরে ‘করিম ফিলিং স্টেশনে’ এই রো'মহ'র্ষ'ক হ'ত্যা'কা'ণ্ড'টি ঘটে।
রিপন বাধা দিতে গেলে তার শ'রী'রে'র ওপর দিয়ে গাড়িটি চা'লি'য়ে দেওয়া হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান ৩০ বছর বয়সী এই যুবক।
পুলিশের অভিযানে ইতোমধ্যে জব্দ করা হয়েছে ঘাতক গাড়িটি। গ্রেপ্তার করা হয়েছে গাড়ির মালিক আবুল হাসেমকে (সুজন) এবং চালক কামাল হোসেনকে।