
লালমাই উপজেলার জামিরা মহিলা দাখিল মাদ্রাসা’র আয়োজনে শিক্ষার্থীদের জন্য দোয়া ও ছবক প্রদান অনুষ্ঠিত
লালমাই প্রতিনিধি:
কুমিল্লার লালমাই উপজেলার জামিরা মহিলা দাখিল মাদ্রাসার আয়োজনে শিক্ষার্থীদের জন্য দোয়া ও ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ড. শাহজাহান মজুমদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মো: খলিলুর রহমান মজুমদার।
অনুষ্ঠানে সহকারী মৌলভি আবদুল করিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো: আবদুল খালেক মজুমদার, পরতি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুর রব, ভূশ্চি হাবিবিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জনাব মুসলে উদ্দিন, পরতি ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জনাব আব্দুর রাজ্জাক, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য মো: এনামুল হক মজুমদার, মাওলানা মহিউদ্দিন, ভূশ্চি আইডিয়াল মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা পরিচালক আবু জাফর মোহাম্মদ সালেহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ভুলইন দক্ষিণ ৭ নং ওয়ার্ড এর সভাপতি মোঃ হাফেজ ইয়াসিন প্রমুখ ।
এছাড়াও উপস্থিত ছিলেন পরতি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল বাশার, ভূশ্চি বাজারের দলিল লেখক আমিনুল ইসলাম, নজরুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দ্বীনি ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও ছবক প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে এটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।