লালমাইয়ে সাংবাদিক মাইন উদ্দিনের উদ্যোগে (প্রবাসীদের সহযোগিতায় ৪র্থ তম টিউবওয়েল স্থান স্থাপন সম্পূর্ণ
লালমাই প্রতিনিধি ;-
লালমাই উপজেলায় ৪ নং ভূলইন দঃ ইউনিয়নে গোসাই পুষ্কুরণী গ্রামের কৃতি সন্তান মো: মাইন উদ্দিন বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় এলাকায় বেশ কয়েকটি কাজ সম্পূর্ণ হয়েছে। তার মধ্যে ৩ টি গ্রামে ৪ টি টিউবওয়েল স্থাপন, একটি ঘরের পাকা, শিক্ষা সহযোগিতা ইত্যাদি, এছাড়াও ২০২৪ সালের ভয়াবহ বন্যায় টানা ১১ দিন বন্ধুদের নিয়ে টিম গঠন করে, বন্যা কবলিত(লালমাই, চৌদ্দগ্রাম, মনোহরগন্জ) মানুষদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। এছাড়াও তিনি সামাজিক নানা ধরনের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি সকলের সহযোগিতায় নিজেের লেখাপড়া ও কর্মজীবনের পাশাপাশি এধরনের মানবিক কাজগুলো ধারাবাহিক অব্যাহত রাখার আশা ব্যক্ত করছেন। এজন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।