
পাহাড় কাটায় এক মামলায় ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা অর্থদন্ড
____________________________
সম্মানিত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাবাসী, আসসালামু আলাইকুম।
আজ ১৪-০১-২০২৬ তারিখ বিকাল ০৫:০০ থেকে সন্ধ্যা ০৭:০০ টা পর্যন্ত সময়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর নামক স্থানে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় এর সিনিয়র কেমিস্ট জনাব মো: শফিকুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এবং কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার একটা টিমসহ সাব-ইন্সপেক্টর জসীম উদ্দিন এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতিরেকে পাহাড়ের মাটি কাটায় জনাব মো: তাজুল ইসলাম (৪০), পিতা- সাইজুদ্দীন মুন্সী, ঠিকানা- খানবাড়ি, বড়ইয়া কৃষ্ণপুর, কচুয়া, চাঁদপুর কে ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা জরিমানা করা হয়। একটি এস্কেভেটর জব্দ করে উপজেলা পরিষদের মাঠে রাখা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ) অনুযায়ী, [কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কতৃর্ক সরকারী বা আধা-সরকারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন ও/বা মোচন (cutting and/or razing) করা যাইবে না। তবে শর্ত থাকে যে, অপরিহার্য জাতীয় স্বার্থের প্রয়োজনে অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণক্রমে কোন পাহাড় বা টিলা কর্তন বা মোচন করা যাইতে পারে।]
পাহাড়ের মাটি রক্ষার্থে উপজেলা প্রশাসন, সদর দক্ষিণ দৃঢ়প্রতিজ্ঞ।
অভিযান পরিচালনায়-
সজীব তালুকদার
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
কুমিল্লা সদর দক্ষিণ