
আলেম উলামা ও ইসলামপন্থীদের রাজনৈতিক সিদ্ধান্তকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি।
এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রশ্নবিদ্ধ করার কোনো নৈতিক বা রাজনৈতিক বৈধতা কারও নেই।
জামায়াত, জমিয়ত, ইসলামী আন্দোলন, দুই খেলাফত মজলিস প্রতিটি দলেরই একক ও যৌথভাবে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার আছে। কারও সিদ্ধান্ত আমার পছন্দের বাইরে গেলেই তাকে বিশ্বাসঘাতক বা দালাল বানিয়ে দেওয়ার যে সংস্কৃতি, তা আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।
আমার দলে থাকলে আহলে হক, আর বাইরে গেলেই বাতিল
এই মানসিকতা রাজনীতির নয় এটি চরম অসহিষ্ণুতা।
রাজনীতি কোনো সরল রেখা না। সময়, বাস্তবতা ও কৌশলের সঙ্গে সিদ্ধান্ত বদলায়। এটা যারা মানতে পারেন না, তারা রাজনীতির ভাষাই বোঝেন না।
রাজনৈতিক কর্মী হলে সবাইকে নিয়ে চলার যোগ্যতা থাকতে হবে। দল বা মত ভিন্ন হলেই কাউকে ছেঁটে ফেলার মানসিকতা ফ্যাসিবাদী মানসিকতা ছাড়া কিছু নয়।
সব দল ও মত নিয়েই সমাজ দাঁড়িয়ে থাকে। বৈচিত্র্যই শক্তি। এক রঙের দুনিয়া কখনো সুন্দর হয় না রঙধনু সুন্দর, কারণ সেখানে বহু রঙ আছে।
ইলেকশনের বাকি মাত্র ২৭–২৮ দিন। এই সময়টা বিষ ছড়ানোর নয়। নির্বাচন শেষে যেন আমরা মুখোমুখি বসতে পারি, কথা বলতে পারি, সম্পর্ক টিকিয়ে রাখতে পারি লেখা ও কথায় এই দায়বদ্ধতা থাকা জরুরি। সুন্দর পরিবেশ ধ্বংস করা আত্মঘাতী সিদ্ধান্ত।
শুধু দলীয় পরিচয়ের কারণে কাউকে শত্রু বানানো মুমিনের কাজ নয়।
রাজনীতিতে হিসাব বদলায়, অবস্থান বদলায় কিন্তু ঈমানের ক্ষেত্রে কোনো দরকষাকষি নেই, কোনো অস্পষ্টতাও নেই।
মুমিনদের বন্ধু ও শত্রু কে আল্লাহ তা আগেই নির্ধারণ করে দিয়েছেন।